শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কালাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সুকমল চন্দ্র বর্মন (পিমল)- কালাই উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন উপজেলা পরিকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় ১০ই মার্চ ২০২৫ সোমবার সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে ” দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বা্ঁছায় প্রাণ ক্ষয়ক্ষতি”এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিমাই চন্দ্র রায়। এরপর উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইফতেকার রহমান, কালাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান ও আতাউর রহমান সহ আরো অনেকে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কর্মচারী, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ কালাই ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগ কালাই বাস স্ট্যান্ড চত্বরে জন সচেতনতার লক্ষে বাসা,বাড়ি গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি ধরলে সেই অগ্নি নির্বাপন বিষয়ে কলা কৌশল জন সম্মুকে দেখানো হয়েছে।

সম্পর্কিত