সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালাইয়ে কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপ উদ্বোধন ও দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত

সুকমল চন্দ্র বর্মন (পিমল),উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলা স্কাউট পরিবারে নতুন একটি সংযোজন হল- “১০৩ নং কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপ” উদ্বোধন ও দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। তিনি কাজী মোখলেছার রহমান মুক্ত স্কাউট গ্রুপের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, কালাই উপজেলায় আসার পর এখানের বেশ কিছু আগ্রহী শিক্ষক ও স্কাউটার ‘মুক্ত স্কাউট গ্রুপ’ সম্পর্কে আগ্রহ দেখান। স্কাউটের প্রতি যাদের আগ্রহ আছে কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও সুযোগ নেই সেই চর্চা করার তাদের জন্য এটা বেশ ভাল সুযোগ। যাক একই সাথে দুইটি কাজ হল- একটা মুক্ত স্কাউট গ্রুপ আরেকটা কালাই উপজেলার প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মরহুম কাজী মোখলেছার রহমান। স্যারের নামে সেই মুক্ত স্কাউট গ্রুপ। সবাই সম্মিলিত ভাবে মুক্ত স্কাউট গ্রুপ এগিয়ে নিয়ে যাবে।

শনিবার দিনব্যাপী ডে ক্যাম্পে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ৮০ জন মুক্ত স্কাউট গ্রপের সদস্যরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপজেলা স্কাউটের শাপলা পারভিন, মোহাম্মদ আলী জিন্নাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত