বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালাইয়প মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ

সুকমল চন্দ্র বর্মন (পিমল),কালাই, জয়পুরহাটঃ জয়পুরহাটের কালাই উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান। তিনি বলেন, “তীব্র শীতের এই সময় অসহায় মানুষের কষ্ট লাঘবে সবার এগিয়ে আসা প্রয়োজন। বিত্তবানদের উচিত গরীব ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।”

এ সময় উপস্থিত ছিলেন কালাই মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিকাল বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হারুনুর রশিদ, মানবাধিকার সংগঠন আসক এর সিনিয়র কো-অর্ডিনেটর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কম্বল বিতরণ কর্মসূচি স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।

এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে এবং মানবিক সহায়তা কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করেছে।

সম্পর্কিত