মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কবি গুরুর জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাইয়ে উৎসবের আমেজ

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার :

বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্রাই পতিসরের কাচারিবাড়িতে এ উপলক্ষে বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রতি বছরের ন্যায় এবার রাষ্ট্রীয় ভাবে পালিত হচ্ছে কবি গুরুর জন্মবার্ষিকী।

গতকাল ৮ মে,২৫ বৈশাখ নওগাঁ প্রসাশনের ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রানালয়ের সহযোগিতায় ঘিরে সাজসাজ করে ঘিরে উঠেছে পতিসর।

এদিকে কবি গুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পতিসর ও আশেপাশের এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ।জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে ৭ দিন ব্যাপি মেলার আয়োজন করেছে কতৃপক্ষ।

৭ দিনের আয়োজনে থাকছে নাচ গান,কবিতা আবৃত্তি, উপন্যাস।মেলায় থাকছে বাহারি খাবারের দোকান,খেলনা,নাগরদোলা,সার্কাস পার্টি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:কামাল হোসেন বলেন,বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি রাখা হয়েছে। নওগাঁ জেলা প্রসাশনের সকল আয়োজনে আমরা সার্বিক সহযোগিতা করছি।অনুষ্ঠান যেন আর্কষনীয় ও সফল হয় তার জন্য সব ধরনের প্রস্তুুতি গ্রহন করেছি।

সম্পর্কিত