হাসান আলী (সবুজ):
এনজিও বিষয়ক ব্যুরো এবং ইউএনডিপি কর্তৃক আয়োজিত “Training and Improving Financial Management Audit and Follow up Action Plan for NGO Personnel “শীর্ষক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।অস্ট্রেলিয়ান সরকার এবং ইউএনডিপির সহায়তায় বাস্তবায়িত ইস্পাত প্রকল্পের আওতায় নিয়োগকৃত আইপিটিএম নামক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এর মাধ্যমে রংপুর বিভাগের ত্রিশটি এনজিওর প্রতিনিধিদের নিয়ে আরডিআরএস বাংলাদেশ হলরুমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হেড অব অপারেশন এবং প্রশিক্ষণ ব্যবস্থাপনার মাহমুদা আক্তার খান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরো যুগ্ম সচিব আনোয়ার হোসেন, ইস্পাত প্রকল্পের প্রজেক্ট এনালিস্ট প্রসূন চৌধুরী, মানব-সম্পদ এবং অর্থ বিভাগের প্রধান মুহিবুর রহমান,ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানা,প্রশিক্ষক শেখ আজিজুর রহমান, তরিকুল ইসলাম,তানিয়া ইসলামসহ আরো অনেকেই। প্রশিক্ষণ শেষে এনজিও প্রতিনিধিদের মাঝে সনদপত্র এবং উপকরণ বিতরণ করা হয়।











