সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এই মাটি কেড়ে নিতে পারবে না

আব্দুর রাজ্জাক শাওন

 

আমাদের পতাকায়

আজ শকুন ধরেছে খামচিয়ে

আমাদের এই মাটি

শুকুনরা নিতে চায় ছিনিয়ে।

 

কত রক্ত দিয়েছি আমরা

শুকায়নি ত ক্ষত

আর কত রক্ত দিলে?

পাবো আমার প্রিয় দেশ

দেশের জন্য যত রক্ত ঝরছে

তার চেয়ে বেশি রক্ত দিতে

আমরা প্রস্তুত আছি

 

বাংলার ছেলে মেয়ে

জানেনা কখনো হারতে

নতুন সূর্যের উদয় হবে

হয়তো আজ নয়ত কাল

সম্পর্কিত