শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উলিপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেন।উলিপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়,র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান এর উপস্থাপনায়
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা কৃষি অফিসার,উপজেলা শিক্ষা অফিসার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা সমবায় অফিসার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার, শিক্ষক,শিক্ষার্থীসহ আরও অনেকে।

সম্পর্কিত