নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস এম মেহেদী হাসানের সঞ্চালনায় বুদ্ধিজীবীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশারফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, স্বপন কুমার সাহা, সাখাওয়াত হোসেন, চন্দন কুমার সরকার, এসঅ্যাই রাজু প্রমুখ।
আলোচনা সভা শেষে বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একাত্তরের গণ কবর ও স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।













