নিজস্ব প্রতিবেদকঃ
উলিপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
আজ বিকালে উলিপুর উপজেলা এনসিপির কার্যালয়ে আয়োজিত এনসিপি’র উলিপুর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা এনসিপির আহ্বায়ক মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্নয়ক ও সদস্য বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির রংপুরের সংগঠক আলমগীর কবির, কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া,
যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাহামুদুল হাসান জুয়েল।
উপস্থিত ছিলেন জেলা সদস্য আসাদুজ্জামান,লিটু সরকার, শামীম রানা, রাজু আহমেদ রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মৌলিক সংস্কার জরুরি। বিশেষ করে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাকাঠামো ভেঙে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। বক্তাদের মতে, শুধুমাত্র বাহ্যিক সংস্কার নয়, বরং মৌলিক কাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের গণতন্ত্র আসবে না।
উক্ত পরিচিতি সভায় উপস্থাপনা করেন এনসিপির জেলা সদস্য নেছার উদ্দিন।