নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের উলিপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
আজ সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উলিপুরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় দুর্ভোগ, অনিয়ম, অবকাঠামোগত সমস্যা ও নাগরিক ভোগান্তির বিভিন্ন দিক তুলে ধরেন। সাংবাদিকদের উপস্থাপিত প্রতিটি বিষয় ইউএনও মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে মতামত ব্যক্ত করেন।
নবনিযুক্ত ইউএনও মাহমুদুল হাসান বলেন, উলিপুরের উন্নয়নকাজ এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের তথ্য, পর্যবেক্ষণ ও পরামর্শ উন্নয়ন পরিকল্পনায় দিকনির্দেশনা দেবে। তিনি উলিপুরের সার্বিক অবস্থা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উন্নয়নচিত্র আরও গতিশীল করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে
কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা নতুন ইউএনও-এর প্রতি শুভকামনা জানান।













