শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত জালধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তারের তত্ত্বাবধানে দুর্গাপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় আব্দুল মালেকের ছেলে মোঃ মমিনুর রহমান (৩৮), নামে এক ব্যবসায়ীকে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় আটক করা হয়। পরে উপজেলা চত্বরে নিয়ে জব্দকৃত জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার বলেন, “মাছের প্রজনন রক্ষা ও জলজ সম্পদ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সম্পর্কিত