শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উলিপুরের হাফেজ ডা. ইব্রাহিম এখন বিসিএস ক্যাডার

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কাশিয়াগাড়ী গ্রামে ডা. ইব্রাহিমের জন্ম। ছাত্র জীবন থেকেই ইব্রাহিম প্রখর মেধার অধিকারী ছিলেন। তার বাবা আলহাজ্ব মাওলানা একে.এম. মোস্তাফিজুর রহমান ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ৪ ছেলের মধ্যে ইব্রাহিম দ্বিতীয়।

তিনি একাধারে হাফেজে কুরআন, মাদ্রাসার ছাত্র, এমবিবিএস ডাক্তার ও বিসিএস ৪৮ তম (স্বাস্থ্য) ক্যাডার।

শিক্ষা জীবনের শুরুতেই বাবা তার চার সন্তানকেই নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়িয়েছেন। ৫ম শ্রেণীতে ইব্রাহিম ট্যালেন্টপুলে বৃত্তিসহ উত্তীর্ণ হয়েছেন।

অতঃপর বালুবাগান হিফজ মাদ্রাসা থেকে মাত্র দেড় বছরে হিফজ শেষ করেন। পরবর্তীতে ৮ম শ্রেণী পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।

৯ম শ্রেণীতে ঐতিহ্যবাহী ঢাকা দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হয়েছেন এবং ২০১১ সালে দাখিল পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তিসহ উত্তীর্ণ হয়েছেন।

অতঃপর রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ থেকে জিপিএ–৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তিসহ ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হয়েছেন। অতঃপর দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন।

সদ্য প্রকাশিত ৪৮ তম বিসিএস পরীক্ষায় তিনি স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি তিনি এফসিপিএস ডিগ্রির জন্য পড়াশোনা করছেন।

অবশেষে আল্লাহ রহমতে দীর্ঘ পরিশ্রম আর ত্যাগে তিনি তার মায়ের স্বপ্ন পূরণ করেছেন। তার মায়ের স্বপ্ন যে, ছেলে ডাক্তার হয়ে নিজ গ্রামের মানুষদের সেবা করবে।

তিনি দেশবাসীর কাছে দুয়া চেয়েছেন যেন দ্বীনের খেদমতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করতে পারেন।

উল্লেখ্য তার ৪ ভাইয়ের মধ্যে বড় ভাই স্কলারশিপ নিয়ে মিশর আযহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও দেশে মাস্টার্স এমফিল শেষ করেছেন এবং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তার ৩য় ভাই অনার্স-মাস্টার্স শেষ করে সদ্য প্রভাষক (আল-কুরআন) হিসেবে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় জয়েন করেছেন। সবার ছোট ভাইও আন্তর্জাতিক হাফেজে কুরআন এবং বর্তমানে স্কলারশিপ নিয়ে সৌদি আরবের তাবুক বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত রয়েছেন।

সম্পর্কিত