আজ (১০ আগস্ট) গণমানুষের মুখপাত্র, পাঠকপ্রিয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উত্তরবঙ্গের সংবাদ”-এর গৌরবময় ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।
২০১৭ সালের এই দিনে রংপুর বিভাগের কুড়িগ্রাম থেকে যাত্রা শুরু করে পত্রিকাটি গত ৭ বছরে সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার অঙ্গীকার ধরে রেখে অর্জন করেছে উত্তরবঙ্গের মানুষের আস্থা, ভালোবাসা ও সম্মান।
এই মহিমান্বিত মুহূর্তে পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নিরলস পরিশ্রমী সাংবাদিকবৃন্দ, সৃজনশীল কলাকৌশলী, আন্তরিক বিজ্ঞাপনদাতা এবং নেপথ্যের প্রতিটি অক্লান্ত সহযোদ্ধাকে জানাই অন্তরের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন।
“উত্তরবঙ্গের সংবাদ” তার প্রতিটি প্রতিবেদনে তুলে ধরেছে সমাজের আশা-আকাঙ্ক্ষা, অবহেলিত মানুষের কথা, এবং ন্যায় ও সত্যের জন্য আপসহীন অবস্থান। নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও জনস্বার্থ রক্ষার এই অবিচল ভূমিকা পত্রিকাটিকে রাজশাহী–রংপুর বিভাগের গর্বে পরিণত করেছে।
এই বিশেষ দিনে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা—আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনই “উত্তরবঙ্গের সংবাদ”-এর ধারাবাহিক অগ্রযাত্রার প্রধান প্রেরণা।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীর প্রতিটি দিনে “উত্তরবঙ্গের সংবাদ” সত্য, ন্যায় ও জনকল্যাণের আলোকবর্তিকা হয়ে উত্তরবঙ্গের মানুষের প্রিয় মুখপত্র হিসেবে আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাবে।
অভিনন্দন “উত্তরবঙ্গের সংবাদ”-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে।
উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীপ্তিময় ভবিষ্যৎ কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ-মাহিদুল হাসান সরকার
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি।













