আখতারুজ্জামান আসিফ, চিলমারী, কুুড়িগ্রাম- ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ৩ টায় চিলমারী সরকারী কলেজ মোড় সংলগ্ন, আলো ছায়া ফাউন্ডেশনের কার্যালয়ে (ড্রেস মেকিং) সেলাই কাটিং এর ১০ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ম ব্যাচে ২০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন, ১০ জন করে দুই শিফট, সকাল ১১টা ও দুপুর ২টা থেকে ৫টা পযন্ত ক্লাস সপ্তাহে ৪দিন করে চলবে, প্রশিক্ষণ নিবেন, সমাজসেবা কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত, মরিয়ম বেগম। সেলাই ও কাটিং প্রশিক্ষনে কোনো ফী লাগবে না। আলো ছায়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অসহায় ও কিশোরীরা হাতে কলমে কাজ শিখে স্বাবলম্বী হবেন। পারিবারিক ও সামাজিকভাবেও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবেন। আলো ছায়া ফাউন্ডেশন পর্যায়ক্রমে, স্যানিটেশন, হাসমুরগী পালন, মৎস্য প্রশিক্ষণ এর ব্যবস্থা করবেন। আলো ছায়া ফাউন্ডেশন ইতিপূর্বে প্রায় ১০০জন শিক্ষার্থাকে সেলাই ও কাটিং প্রশিক্ষক দিয়েছেন যারা বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত এবং অনেকে নিজেও ব্যবসা করে আসছেন।













