বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আলোচনায় ফিরতে আগ্রাসন থামাতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোঃ মকবুলার রহমান :
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন, “আমাদের জনগণের ওপর বোমা বর্ষণ চলাকালে আমরা কোনো আলোচনায় অংশ নিতে পারি না।”

তুরস্কের ইস্তাম্বুলে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র শুরু থেকেই জড়িত রয়েছে। তবে এ দাবির পক্ষে তিনি সরাসরি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

আরাঘচি সতর্ক করে বলেন, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততা পুরো অঞ্চলকে ‘চরম ঝুঁকির’ মুখে ফেলতে পারে। যদিও একই সঙ্গে তিনি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষেও মত দেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদনের কথা ইতোমধ্যে জানিয়েছেন। তবে তিনি শর্তসাপেক্ষে জানান, ইরান যদি পরমাণু কর্মসূচি থেকে সরে আসে, তাহলে সামরিক হামলা স্থগিত রাখা হতে পারে।

এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, “আমরা আমাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। একটি যৌক্তিক ও টেকসই সমাধান কূটনৈতিক পথেই সম্ভব।”

তিনি আরও বলেন, ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে যে পরমাণু চুক্তি হয়েছিল, সেটিই প্রমাণ করে কূটনীতির পথ কতটা কার্যকর হতে পারে। তাঁর ভাষায়, “আগেও কূটনীতি সফল হয়েছে, এবারও হতে পারে—কিন্তু সেজন্য আগে আগ্রাসন বন্ধ করতেই হবে।”

সম্পর্কিত