শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতারসহ ৩ টি মোটরসাইকেল উদ্ধার

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুখ্যাত আন্তঃজেলা মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতা ও ৪৮টি চুরিসহ বিভিন্ন মামলার দুর্ধর্ষ আসামী মো.আব্দুর রাজ্জাক(৫৩) ও তার এক সহযোগী সোলেমান আলী (৩০)কে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। এছাড়াও ৩ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার(২৯জুলাই) সহকারী পুলিশ সুপার (সার্কেল রাণীশংকৈল) ফারুক আহমেদ এর নেতৃত্বে রানীশংকৈল থানার একটি চৌকস অভিযানিক টিম প্রায় ১৪ ঘন্টা অভিযান চালিয়ে রাণীশংকৈল পৌরশহর থেকে রাজ্জাক চোরকে আটক করে। এরপর তার সহযোগীকেও আটক করা হয়। পরে আটককৃত চোর চক্রের ওই দু’জনের দেয়া তথ্য মতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩ টি চোরাইকৃত
মোটরসাইকেল উদ্ধার করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা এদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। আব্দুর রাজ্জাক রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা মহল্লার মকবুল হোসেনের ছেলে ও সোলেমান আলী পাশ্ববর্তী হরিপুর উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের সফিজুল হকের ছেলে। রানীশংকৈল থানা পুলিশ জানায়, উপজেলার বেলাল হোসেন নামে এক ব্যক্তির ব্যবহ্নত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। মর্মে তিনি সন্দেহভাজন হিসাবে রাজ্জাকসহ অজ্ঞাতনামা মোটরসাইকেল চোরদের নামে থানায় একটি চুরি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে পুলিশি অভিযানে ওই দু’জন চোরকে আটকসহ ৩টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

রানীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ বলেন, “চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের মূলহোতা রাজ্জাকসহ ২ সদস্যকে আটক করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে।এরা পরিকল্পিত ভাবে জেলার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হই।এদিন বিকালে আসামীদেরকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।”

সম্পর্কিত