আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের শুরুতেই সকালে আদিতমারী বুড়িরবাজারে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন উপজেলা প্রশাসন, রাজনৈতিকদল, সামাজিক সংগঠন, স্কুল কলেজ, কাবদল, স্কাউটস দল মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করেন। একই সাথে কান্তেরশ্বরপাড়া বধ্যভূমি ও ভাদাই শহীদমোড় বধ্যভূমিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৯ টায় সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। এসময় আদিতমারী থানার ওসি নাজমুল হক উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এদিকে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হয়।













