মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃ
নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
২৫ আগস্ট রবিবার সকালে উপজেলার আহসানগঞ্জ ইউপির সিংসাড়া বাজারে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফরিদুল ইসলাম রতন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী।
এতে অংশ নেয় শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকমহল।
ওই স্কুলের শিক্ষার্থী সজিব,সিয়াম,সাগর,মুন্নি আরো অনেকে জানান,প্রিন্সিপাল ফরিদুল ইসলাম রতন স্কুল পরিচালনায়,শিক্ষক নিয়োগ,শিক্ষকদের বেতন বন্ধ,আর্থিক অনিয়ম সহ নানা কর্মকান্ডে জরজরিত।
এসময় স্কুলের সকল শিক্ষক মন্ডলী উপস্থিত থাকলেও প্রিন্সিপাল ফরিদুল ইসলামকে দেখা যায় নি সেখানে।
পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর দুটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্র জনতার সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।











