শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ,১ সেনা সদস্য নিহত

 

মোঃমেহেদী হাসান
জেলা প্রতিনিধি,নওগাঁঃ

নওগাঁর আত্রাইয়ে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা বাহিনী সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত সোমবার রাত সাড়ে ৭ টায় আত্রাই-বান্দাইখাড়া সড়কের চৌড়বাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সেনা সদস্য নাম মোঃবায়েজিদ হোসেন (২৫)।তিনি নাটোরের নলডাঙা উপজেলার দূর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।তিনি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান,পাইকড়া এলাকা থেকে একটি ট্রাক মাছ নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রাকালে চৌড়বাড়ি এলাকায় আসলে অপর দিক থেকে মোটরসাইকেলে আসা বায়েজিদ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।ঘটনার পরে চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আমরা জব্দ করেছি।তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত