শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অনাস্থাপত্রে স্বাক্ষর না করায় প্যানেল চেয়ারম্যানকে মারপিট

মোঃ সারোয়ার হোসেন অপু ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মিঠাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের প্রতি অনাস্থা আনতে ইউপি সদস্যদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় প্যানেল চেয়ারম্যান স্বাক্ষর দিতে রাজি না হলে হামলার শিকার হন তিনি।

রোববার (২৫ আগষ্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিকেলে বদলগাছী উপজেলার মাস্টার পাড়া মহল্লায় সংবাদ সম্মেলনে মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন ও প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ অভিযোগ করেন, আজ সকাল ১১ টায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রাজু, বিশা, মজিদ, খায়রুলসহ ৪০/৫০ জন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে প্রবেশ করে। এরপর তারা বিচার কক্ষে ঢুকে প্রথমে মামুন রশীদকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ও অনস্থাপত্রে স্বাক্ষর দিতে চাপ দেয়। তিনি স্বাক্ষর না করলে তাকে বেদম মারপিট করে আটক করে রাখে। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সংবাদ সম্মেলনে মামুনুর রশিদ আরও বলেন তাকে বিভিন্নভাবে এখনো প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন দুর্বৃত্তরা। এমত অবস্থায় প্রশাসনের সহযোগিতা চান তিনি।

বদল গাছী ইউ এন ও এবং থানায় অভিযোগ করেছেন বলেও তিনি জানান।

এবিষয়ে বদল গাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন,অভিযোগ পেয়েছি,যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্হা গ্রহণ করা হবে।

সম্পর্কিত