বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ-২০২৫

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

জেলা পর্যায়ে উপজেলা অ্যাডমিন প্যানেলের অংশগ্রহণে “অনলাইন মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিষয়ক ওয়ার্কশপ-২০২৫” লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর.এম.এম. সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার আয়োজনে এই কর্মশালায় সঞ্চালনা করেন লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারি উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ও লালমনিরহাট জেলার সহকারী কমিশনার (আইসিটি ও মেম্বারশিপ রেজিস্ট্রেশন) মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মোছাঃ জাকিয়া সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা স্কাউট সম্পাদক ও তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার, জেলা স্কাউট লিডার শমশের আলীসহ পাঁচ উপজেলার স্কাউট সম্পাদক, কমিশনার, স্কাউট লিডার এবং অন্যান্য স্কাউট কর্মকর্তা।

ওয়ার্কশপে মাধ্যমিক পর্যায়ের স্কাউট সদস্য সংগ্রহ ও অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা ভিত্তিক চার্টারপ্রাপ্ত ও স্কাউট গ্রুপের সদস্য তালিকা প্রকাশ করা হয়।

স্কাউট আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত