জুন ৭, ২০২৩ ১২:৪৫ সকাল



★মরার দিন★ °মোঃ মাহবুব আলম তালুকদার মাহীন°

★মরার দিন★
°মোঃ মাহবুব আলম তালুকদার মাহীন°
আমি যবে হারাইব বল
আখি বেয়ে গড়াবে জল,
আসবি তোরা দলে দল
করবি সবাই কোলাহল।
ফুটাইবি বরই পাতার জল,
করাইতে মাহীনরে গোসল।
কইবি তোরা এক সাথে
সময় নাই বেশি হাতে।
তইয়ার হবি দা_বটিতে
যাইতে হবে বাঁশ কাটিতে।
তইয়ার হবি কোদাল হাতে
যাইতে হবে কবর খুদিতে।
গোসল করাইয়া পরে,
পেচাইবি সাদা কাফনে।
শুয়াইয়া পালকিতে আামারে
লইয়া যাইবি কাঁধে করে।
চার পায়ের পালকি করে
লইয়া যাইবি আপন ঘরে।
ঘরটি হইবে সাড়ে’তিন হাত
রইব আমি যেতায় দিনরাত।
অবশেষে কবরে শুয়াইয়া
আসবি তোরা সবাই
মাহীনরে একা করিয়া। √√√



Comments are closed.

      আরও নিউজ