শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

৬৭ বোতল ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নানা কৌশলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এনে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরুসহ তার উপর নজরদারি করতে থাকে। এক পর্যায়ে সে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে আসতেছে মর্মে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকায় পূর্ব পরিকল্পনা মোতাবেক অবস্থান নিয়ে টহল পরিচালনা করার সময় সুকৌশলে ফেনসিডিল বহন করে অন্যত্র যাওয়ার প্রাক্কালে আভিযানিক দলের নিকট উক্ত আসামি হাতেনাতে আটক হয়।

১৩ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ ১৬:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত বারোঘরিয়া লাহারপুরস্থ এলাকায় অভিযান পরিচালনা করে কৌশলে মাদক বহনের সময় আসামী ১। শ্রী সাধন কর্মকার (৫০), পিতা-শ্রী রবি কর্মকার, মাতা-মৃত ভারতী কর্মকার, সাং-বারোঘরিয়া তহসিল পাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ৬৭ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত