আজ সকালে উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠ ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬৫০ জন শীতার্ত মানুষকে কম্বল উপহার দেয় ব্যাচ ৯৬ উলিপুর ও সারা বাংলাদেশের ব্যাচ ৯৬ এর উলিপুর উপজেলার বন্ধুরা।
এই অনুষ্ঠানে বিতরণ উপ – কমিটির আহ্বায়ক এটিএম আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৯৬ ব্যাচের বন্ধু ও উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, বিশেষ অতিথি হিসেবে উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জান এবং কম্বল উপহার প্রদান উপ – কমিটির সদস্য সচিব বশির আহমেদ বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন, মলয় রায়, হারুন – অর – রশিদ, শামীম আহমেদ, ফরহাদ হোসেন খান, এস আই মো : আব্দুল বাতেন, সাদেকুর রহমান শহীদ, জাহানারা বেগম, একরামুল হক সরকার, তৌহিদুল ইসলাম তুহিন, জয়নাল আবেদীন নয়ন, মিজানুর রহমান, তপন কুমার সাহা,কামরুন নাহার লাকী, সুফিয়া সুলতানা মালা, মিনারা আক্তার, আতাউদৌল্লা বিপ্লব, মেহেদী হাসান, হারুন – অর – রশিদ মেম্বার, মো : মামুন অর – রশিদ, মাহমুদুল হাসান রাজু, নাজিম উদ দৌলা দুলু, গোলাম ফারুক সাজু, মুছলিমিন প্রমুখ।