মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃআটককৃত এজাহার নামীয় আসামিসহ অন্যান্য আসামিগণ দীর্ঘদিন ধরে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন বিভিন্ন এলাকায় নিরীহ লোকদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে ভূমি দখল করে আসছে। এসব ভূমি দস্যুরা কোন কোন ক্ষেত্রে অসহায় লোকদের নিকট থেকে মোটা অংকের চাঁদা নিয়ে মানুষকে চরম ক্ষতিগ্রস্থ করে আসছে। এ সংক্রান্তে উল্লেখিত ঘটনার অসহায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মামলা নম্বর ০৩ তারিখ ০৭/০২/২০২৪ ধারা ১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৩৮৫/ ৩০৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু করে। উক্ত মামলার বিষয়টি র্যাব-৫, সিপিসি-১ এর নজরে আসলে অত্র ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁ জেলার নেয়ামতপুর থানাধীন বাদে চাকলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় উল্লেখিত তিন ভূমিদস্যু ও চাঁদাবাজদের আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে।
০৯ ফেব্রæয়ারি ২০২৪ ইং তারিখ রাত ০৩:৪০ ঘটিকায় নওগাঁ জেলার নেয়ামতপুর থানাধীন বাদে চাকলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে নিরীহ লোকদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে ভূমি দখল ও চাঁদাবািজ করার অপরাধের এজাহার নামীয় আসামী ১। মোঃ মাইনুল ইসলাম (৩০), পিতা-মৃত সাবের আলী, ২। মোঃ ইব্রাহিম আলী (৪০), পিতা-অজ্ঞাত, ৩। মতিউর রহমান মতি (৫০), পিতা-মৃত মাজেদ আলী, সর্ব সাং-বাদেচাকলা, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁদেরকে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় সোপর্দ করা হয়েছে।