সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ দেশে ফিরছে আজ

প্রতীকী ছবি

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: অবশেষে সুদীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে সোমালীয় জলদস্যুদের জিম্মি থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ ২৩ নাবিককে নিয়ে দেশে ফিরছে আজ।

সোমবার (১৩ মে) ২৩ নাবিকসহ জাহাজটি দেশের কুতুবদিয়ার বহির্নোঙরে ভিড়বে। এরপর জাহাজটিকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা রয়েছে। গতকাল রবিবার (১২ মে) জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরুল করিম বলেন, রবিবার বিকেল ৩টা ৫০ মিনিটে জাহাজটি কুতুবদিয়া থেকে প্রায় ৩৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জাহাজটি যে গতিতে চলছে তাতে আগামীকাল (সোমবার) সন্ধ্যা বা রাতের মধ্যে কুতুবদিয়ায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাহাজের এক প্রকৌশলী তানভীর আহমেদ জানান, জাহাজটি এখন দেশের উপকূলের কাছাকাছি রয়েছে। জাহাজটির সকলে বাড়িতে পৌঁছে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।

জানা গেছে, কুতুবদিয়ায় আসার পর নাবিক ও ক্রু সদস্যদের একটি নতুন দল জাহাজটিতে প্রেরণ করা হবে। বর্তমানে জাহাজে যে ২৩ জন ক্রু আছেন তাদের মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে আনা হবে এবং সেখান হতে তারা নিজ নিজ বাড়িতে যাবেন।

এ দিকে, জিম্মি দশা থেকে মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে এমভি আবদুল্লাহ। চুনাপাথরবাহী কন্টেইনারগুলোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে। বাকি অংশ খালাসের জন্য জাহাজটি আবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানা গেছে।

অপরদিকে, সোমালীয় জলদস্যুদের হাতে ৩২ দিন জিম্মি থাকা নাবিকদের দেশে ফেরার খবরে তাদের পরিবারে বয়ে যাচ্ছে খুশি ও স্বস্তির বন্যা। সবাই তাদেরকে বরণের অপেক্ষায় অধীর হয়ে প্রহর গুণছেন। আর নাবিকরা আছেন এতদিনের কাটানো দুঃস্বপ্নে ভরা নির্ঘুম রাত এবং চরম আতঙ্কে পার করা কষ্টের দিনগুলো ভুলে স্বজনদের সান্নিধ্যে কিছু হাস্যোজ্জ্বল সময় কাটানোর প্রতীক্ষায়।

প্রসঙ্গত, সোমালীয় জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার স্থানীয় সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত তিনটার দিকে মুক্তি পান এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে একটি বিশেষ অ্যায়ারক্রাফটের মাধ্যমে জলদস্যুদের কাছে মুক্তিপণের টাকা পৌঁছে দেয় জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান। সে সময় অ্যায়ারক্রাফটটি থেকে সমুদ্রে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি মার্কিন ডলারভর্তি ব্যাগ ফেললে তারা তা সংগ্রহ করেন। পরে তা নিয়ে রাতের অন্ধকারে তারা জাহাজটি ছেড়ে দিয়ে উপকূলে চলে গেলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করে। তবে তখন মুক্তিপণের অর্থ উদ্ধার করা হয়েছিল কি-না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মুক্তি পেয়ে জাহাজটি পরে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। ২১ এপ্রিল বিকাল সাড়ে চারটার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে জাহাজটি। সেখান হতে চুনাপাথর আমদানির জন্য মিনা সাকার বন্দরে যায়। পরে গত ৩০ এপ্রিল ভোরে সংযুক্ত আরব আমিরাতের বন্দরটি থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

উবস/আরএ

সম্পর্কিত