( উজ্জ্বল হাসান )সুনামগঞ্জ প্রতিনিধি:১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নে এর মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম সোহাগ এর জন্মদিন পালন করা হচ্ছে , এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর আহবায়ক তুফাজ্জুল হোসেন, ও তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা (উজ্জ্বল হাসান)ও তাহিরপুর উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের আহ্বায়ক (আবু জাহান তালুকদার)।১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম আহ্বায়ক (নাইম আহমেদ) ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে এর মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সভাপতি (কাউছার খাঁন)ও সহ সভাপতি (আফছারুল ইসলাম)ও সহ সভাপতি ( সাকেল হাসান) ও যুগ্ম সাধারণ সম্পাদক( জাকারিয়া),পাবেল আহমেদ,আর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,।