মার্চ ৩১, ২০২৩ ১১:৫৬ সকাল



হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জাহাঙ্গীর কবির নানক

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীল ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকাল ১০টায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় তাকে তাৎক্ষণিক ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানিয়েছেন: জাহাঙ্গীর কবির নানকের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে দু’টি ব্লক ধরা পড়েছে। রিং পরানোর সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের এই নেতার শারীরিক অবস্থা উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

সুত্র, চ্যানেল আই



Comments are closed.

      আরও নিউজ