মার্চ ৩১, ২০২৩ ১২:২২ বিকাল



হিলিতে চাঁদাবাজীর অভিযোগে এএসআইকে গ্রেফতার

 

জয়পুরহাট প্রতিনিধি,

হিলিতে চাঁদাবাজির অভিযোগে শাহাদৎ হোসেন (৩৫) নামের এক পুলিশের এএসআইকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। সোমবার রাতে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাদৎ হোসেন রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং ৪ এপিবিএন বগুড়ার এএসআই পদে কর্মরত আছেন। হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত ১লা মার্চ বিকেলে হাকিমপুর থানার চকচকা গ্রামে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মুহাড়াপাড়া গ্রামের আরমান আলীকে আটক করে এবং তার নিকট চাঁদা দাবী করে।

একপর্যায়ে তাকে মারপিট করে ও ভয়ভীতি দেখায়। পরে তাদের কথামতো রাজি হয়ে আরমানের স্ত্রী তাদের দেওয়া বিকাশ নাম্বারে ১০ হাজার টাকা পাঠায় । টাকা পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা আরমান আলীকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে বিষয়টি নিয়ে গতকাল সোমবার হাকিমপুর থানায় আরমান আলীর স্ত্রী তারামন বিবি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশের একটি টিম গতকাল রাতে বগুড়ায় অভিযান চালিয়ে ওই বিকাশ নাম্বারের মালিককে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে শাহাদৎ হোসেন নামের পুলিশের এএসআই কে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ