মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় কুড়িগ্রাম-৪ আসনের জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
এ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সাইফুর রহমান বাবলুকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। সোমবার (১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করে জেপি (মঞ্জু) মনোনীত মোঃ রুহুল আমিন বলেন, ‘প্রিয় কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের ভোটারগণ আসসালামু আলাইকুম। আজ হঠাৎ ভোর ৫টার দিকে আমার স্ট্রোক হয়েছে। বর্তমানে আমি ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি আছি। এমতাবস্থায় আমার নির্বাচনি ক্যাম্পেইন করা সম্ভব হচ্ছে না। বিধায় আমি জাতীয় পার্টির একেএম সাইফুর রহমান বাবলুকে সমর্থন করছি এবং আমার কর্মী সমর্থকদের বলছি জাতীয় পার্টির হয়ে কাজ করার জন্য।’
এর আগে ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হন রুহুল আমিন। বর্তমানে তিনি ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.আসাদুজ্জামান খান জানান, ‘সাবেক সংসদ সদস্য বুকে ব্যাথা নিয়ে রৌমারী হাসপাতালে আসেন। অবস্থা বেগতিক দেখে আমরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় রেফার্ড করি।’
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) মনােনয়ন পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে ‘বাইসাইকেল’ প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন সাবেক সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। তিনি এই আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।