শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে একজন আহত

লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধি:লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোঃসুজন নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন ভোরে উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত মোঃ সুজন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা।

সীমান্তবাসীরা জানান,উপজেলার গোতামারী সীমান্তে ৯০১ নম্বর মেইন পিলার এলাকা হয়ে ভারতীয় গরু আনতে সীমান্তে যান সুজনসহ একদল চোরাচালানকারী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের টহল দল। এ সময় সুজন গুলিবিদ্ধ হয়ে আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে রংপুরের একটি ক্লিনিকে গোপনে ভর্তি করা হয়। আইনি জটিলতার কারণে সুজনের পরিবার বিষয়টি গোপন রেখেছেন।

ইউপি চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। আইনি ঝামেলার কারণে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পারি।

সম্পর্কিত