উজ্জ্বল হাসান সুনামগঞ্জ প্রতিনিধি
প্রচারণা ও সতর্কবার্তা দিলেও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরপাড়ের কয়েকটি বাজারে জনসমাগম যেন থামছেনা। দুর্গম হাওরাঞ্চল হওয়ায় এসব অঞ্চলে প্রশাসনিক নজরদারিও কঠিন। এমন দুইটি বাজার হচ্ছে হালির হাওরপাড়ের পৈন্ডবু ও টাঙ্গুয়ার হাওরপাড়ের সুলেমান পুর বাজার। সোমবার (৩০ মার্চ) দুপুরে সুলেমানপুর বাজারে খেলাঘর আসর তাহিরপুর উপজেলার কর্মীরা জনসচেতনতা বাড়াতে প্রচার চালিয়েছেন। একই সাথে বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এছাড়াও উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সামনের অস্থায়ী বাজার ও ঠাকুরহাটি জামে মসজিদে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর পরামর্শ ও সহযোগিতায় এ কার্যক্রম চলছে। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর আসর তাহিরপুর উপজেলা সভাপতি সরোয়ার লিটন, সহ-সভাপতি হোসাইন তৌফিক, নাজমুস সাকিব অভি, ইয়াসির আরাফাত অপু, খেলাঘরের সদস্য মনসুর আম্বিয়া, মাহিন আহমেদ ও আশাদুজ্জামান লিংকন