মোঃমনিরুজ্জামান অনিক,বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিবারের ন্যায় এবারও জাউনিয়া হরিবাসরে ভক্তদের জন্য ১ হাজার কেজি চাল উপহার দিয়েছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
সোমবার রাতে চাড়োল ইউনিয়নের জাউনিয়া বসাকপাড়া হরিবাসর মন্দির প্রাঙ্গণে ৫২ তম মহানাম যজ্ঞা অনুষ্ঠান পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির হাতে ২০ বস্তা চাল তুলে দেন তিনি। এ সময় হরিবাসর এবং পার্শ্ববতী দুর্গা মন্দির দৃষ্টি নন্দন করতে আর্থিক বরাদ্দের আশ্বাস দেন সংসদ সদস্য সুজন।
হরিবাসর পরিদর্শন ও চাল প্রদানের সময় ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চ্যাটার্জী নুপুর, চাড়োল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সাহেদী, সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
গত শনিবার জাউনিয়া বসাকপাড়া মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। বুধবার রাতে শেষ হবে বলে জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি।