শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

হরতাল-অবরোধের প্রতিবাদে রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের ছাত্রসমাজের মিছিল বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি; হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও রুহিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ। (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মিছিলটি কলেজ ক্যাম্পাস হতে কলেজ গেট পর্যন্ত যায় এবং ঘুরে এসে কলেজ শহিদ মিনারে এসে সমাপ্ত করে মিছিলটি ।

মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রুহিয়া থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক জুয়েল,রুহিয়া থানা ছাত্র লীগের সহ সভাপতি সোহাগ হোসেন,রুহিয়া থানা ছাত্র লীগের সহ সভাপতি অরবিন্দু সেন,রুহিয়া থানা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ কুমার সেন তন্ময়, রুহিয়া কলেজ শাখার ছাত্র লীগের কর্মী সুলতান মাহমুদ, রুহিয়া কলেজ শাখার ছাত্র লীগের কর্মী সজল আলী প্রমুখ। সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক জুয়েল বলেন, বিএনপি জামায়াতের অবৈধ হরতাল-অবরোধ এদেশের ছাত্রসমাজ ও জনগণ প্রত্যাখান করেছে। হরতাল-অবরোধ উপেক্ষা করে, শিক্ষার্থীরা ক্লাস করেছে ও পরীক্ষা দিয়েছে। ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে। যারা রাতে বাসে আগুন দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন-ককটেল নিয়ে অরাজকতা করে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান৷ আপনারা শান্তিপূর্ণ ভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন। কিন্তু আসন্ন নির্বাচনকে বাঞ্চাল করার পায়তারা করলে, রুহিয়া থানা ছাত্রলীগ তা শক্ত হাতে প্রতিরোধ করবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত