বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ইসলামী আন্দোলন’র জেলা প্রশাসক এর মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান

 

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমেদ সোহেলের নেতৃত্বে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন এর নেতা কর্মীরা। স্মারক লিপি সুত্রে জানা যায় বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে প্রবর্তিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল ও একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করা ও নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি তৈরীর লক্ষ্যে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা সহ ১১টি দাবী সম্বলিত দাবী জানিয়ে স্মারক লিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা শামছুল আলম ওমর, ইসলামী দোকান ও প্রতিস্টান কেন্দ্রীয় উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ ওয়াহেদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি আসাদুজ্জামান লিটন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নেতা কর্মীবৃন্দ।

সম্পর্কিত