সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্যোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(স্যাডোর) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শীতবস্থ বিতরণ

 নিজস্ব প্রতিনিধিঃআজ বিকেল ৩ ঘটিকায় স্যাডোর নির্বাহী পরিষদের সহযোগিতায়,কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম উলিপুরের  ধরনীবাড়ি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ মাঠে দুস্থ অসহায় শীতার্ত ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন স্যাডোর কুড়িগ্রাম জেলা শাখার  উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী,নুর আমিন মিয়া।উপদেষ্টা আব্দুর রহমান।

স্যাডোর কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম লিটন।

সাধারণ সম্পাদক বাদশাহ আলমগীর।

সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ও সাঈদি ইসলাম।

শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী।

প্রচার সম্পাদক আব্দুস সবুর সহ অনন্য সদস্য বৃন্দ।

 দক্ষিণ মধুপুর থেকে আসা ফুলবুন্দি বলেন, মুই ঠান্ডার জন্যে ভাল করি নিন্দবের পাংনা কম্বল খ্যান পায়া মোর খুব ভাল হইল মুই এলা ভাল করি নিন্দ পারবের পাইম।

সরকার পাড়া থেকে  আডা আমেনা বেগম বলেন,মোর বাড়িতে ঠান্ডা নিবারনের তেমন কোন কাপড় নাই কম্বল পায়া উপকার হইলো। ভদ্র পাড়া থেকে সুমি রানী বলেন,ঠান্ডার জন্যে নিন্দে ধরে না  কম্বল পায়া একনা শান্তি করি নিন্দবের পাইম।বাড়াই পাড়া থেকে আসা  জয়নাল আবেদিন কম্বল পায়া মোর খুব উপকরণ হইল,এমার(স্যাডোর সদস্যদের) আল্লাহ ভালো করবে। মেহেরআলী বলেন কম্বল পায়া খুব ভাল হইল অনন্ত ঠান্ডার এই কয়টা দিন ভাল করি নিন্দ পারবের পামো।

সম্পর্কিত