শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শেষ লড়াই শুরু: মান্না

নিউজ ডেস্কঃ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। আগামী ২৮ তারিখ থেকে শুরু হবে শেষ লড়াই। এই লড়াই স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করার লড়াই, জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। আমাদের এই লড়াইয়ে জিততে হবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাকসুর সাবেক অডিটোরিয়াম সেক্রেটারি সৈয়দ মাহবুব ই জামিল ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ শাক্কুর আলম নাগরিক এদিন আনুষ্ঠানিকভাবে ইউনিয়নে যোগদান করেন।

মান্না বলেন, এই সংকটময় সময়ে রাজনীতিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চয়ই নতুন সূর্যের সূচনা করে। এখন ফিরে যাওয়ার সময় নেই। সামনে শুধু শেষ লড়াই। দখলদার সরকার দেশে-বিদেশে বন্ধুহীন ও এতিম হয়ে গেছে। গণতান্ত্রিক মানুষ জেগে উঠেছে। আগামী ২৮ তারিখ থেকে শুরু হবে শেষ লড়াই।

সম্পর্কিত