শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ ” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মোহাম্মদ মিলন আকতার

,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

” আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাবো সমাজ কল্যাণ “-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলার সর্ববৃহৎ ও সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । আজ সকাল ১০ ঘটিকার সময় কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ উল্লাহ রায়হান দুলু’র সভাপতিত্বে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন মোঃ আব্দুল্লাহীল বাকী অধ্যক্ষ কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোঃ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর সবুর , মোঃ দুলাল হোসেন, মোঃ মকবুল হোসেন প্রমুখ । সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় -এই মহতি সংগঠনটি ২০০৮ প্রতিষ্ঠিত হয়। মূলত এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন । এই সংগঠনে লক্ষ্য ও উদ্দেশ্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা। মুমূর্ষ রোগীদের রক্ত সরবরাহ করা । তরুণ, যুবকরা যাতে মাদকা- আসক্ত না হয় সে ব্যাপারে সচেতন গড়ে তোলা । বাল্য- বিবাহ, যৌতুক প্রদান বা গ্রহণে নিরুৎসাহ প্রদান করা । সামাজিক অবক্ষয় সহ যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা। সামাজিক কার্যক্রমকে বেগবান করা ।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত