মোমিনুর রহমান(নীলফামারী প্রতিনিধি):
নীলফামারী জেলার ডোমার উপজেলায় ছাত্রদের দ্বারা গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন DESH এ-র সহায়তায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এসময় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ছোট রাউতা (আন্ধারুর মোড়), পূর্ব বোড়াগাড়ী (লালার খামাত), নওদাবাস, হরতকিতলা, বোড়াগাড়ী বাজার (দাসপাড়া), বোড়াগাড়ী বাজার (জেলেপাড়া) ও পূর্ব বোড়াগাড়ী (হলদিয়া বন) গ্রামের ৫০০ শত অসহায়-দুস্থ গরিব পরিবারের মাঝে সাবান বিতরণ ও হাত ধোয়ার নিয়ম শেখানো হয়।
এর আগে DESH গ্রুপ এর সদস্যরা করোনা ভাইরাস কে লক্ষ্য রেখে ডোমারের বিভিন্ন এলাকায়-করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ১৭ হাজার লিফলেট বিতরণ, ২৬ শে মার্চে ২৬ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ,দুইটি ভ্যান মাইক দিয়ে পুরো ডোমার উপজেলায় ৭ দিন ধরে মাইকিং কার্যক্রম পরিচালনা করেন।
উক্ত কাজে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন DESH গ্রুপের শিক্ষার্থী গোপাল রায়, রেজাউল করিম, মোমিনুর রহমান(প্রতিনিধি), দীপঙ্কর রায়, সাগর ইসলাম, জয় লালা, রিপন, বিশ্বজিৎ, মিঠুন রায়, হামিম, শিহাব, নিশাত, মিম সহ আরও অনেকে।
এছাড়াও অত্র অঞ্চলের শিক্ষক সোলেমান ইসলাম ও তপু রায় উক্ত কাজের জন্য সার্বিক সহযোগিতা করেন।