“স্বৈরাচারীর দেশে বুক ফুলিয়ে বাঁচতে চেয়ে
শেষে তোমার প্রেমে পড়লাম—
এখন গুবরেপোকা খুবলে খাচ্ছে মাথার ঘিলু,
নিষিদ্ধ রেপ্লিকার মতো গোপনে বাজারজাত করছি প্রেম;
বলো, তোমার চেয়ে আর স্বেচ্ছাচারী কে আছে?
টাকার মঙ্গায় শীতের মৌসুমেও
শাক-সবজি খেতে পারে না দেশের মানুষ,
মধ্যবিত্তরা টিকে আছে শুধু কথা না-বলার জোরেই,
তোমাকে আর ‘ভালোবাসি’ বলতে পারি না বলেই
আমি আজও স্বাধীনতার কথা বলি।
বলো, তোমার চেয়ে আর স্বেচ্ছাচারী কে আছে?
ফুলের পাপড়ি ভেঙে যে বারুদ বানায়,
চোখের কাজলে ছাপ মেরে সিলগালা করে দেয় হৃদয়,
ভালোবাসার চেয়ে রক্তের ঘ্রাণে সুখ খুঁজে পায় কে?
আমি তো বিদ্রোহী সেজেছিলাম স্বৈরাচারের পতন ঘটাতে,
কিন্তু স্বেচ্ছাচারী প্রেমিকার বিরুদ্ধে বিদ্বেষ করি কী করে?”