রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃআজ ১৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, আমাদের জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা পুলিশ, কুড়িগ্রামের পক্ষ থেকে হৃদয়ের গহীন থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ সকল অফিসারবৃন্দ। প্রথমেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার ও জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল আরীফ। আরো শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, বিজ্ঞ পিপি এস এম আব্রাহাম লিংকন ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সর্ব পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধান বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ কুড়িগ্রামের সর্বস্তরের নাগরিকবৃন্দ। পুলিশ বিভাগের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতির পিতা সহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদ ও ১৫ আগস্টে জাতির পিতার পরিবারের সকল শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।

পাশাপাশি কুড়িগ্রাম জেলার সকল থানায় সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ নিজ নিজ থানা এলাকায় জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০:১৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

সম্পর্কিত