মাসুদ রানা, নিজস্ব প্রতিনিধি:কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারীর দুটি গ্রামে সৌদি আরবের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বুধবার (১০এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রাম এবং রাজীবপুর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিলরেখে আমরা ঈদের নামাজ আদায় করি। এবং রোজাও রাখি। পাশাপাশি ঈদ নামাজে মুসল্লিদের উপস্থিতিতে ভরে উঠে ঈদ গাঁ মাঠ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, সৌদি আরবের সঙ্গে মিলরেখে সকাল সাড়ে ৮টায় স্থানীয় মুসল্লিরা ঈদ উদযাপন করেছেন। এ জন্য প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।