সোশ্যাল এইডার ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
নিজস্ব প্রতিবেদক:
“দেশের তরে, দশের তরে” এ স্লোগানকে ধারণ করে শুক্রবার বিকাল ৩ ঘটিকার ঢাকার পান্থপথে সফ্ট কেয়ার আইটি সেন্টারে মানবতাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সোশ্যাল এইডার ডেভলপমেন্ট অর্গানাইজেশন” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির ২০১৯-২০ সালের নব নির্বাচিত নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। মাহমুদ হোসাইনকে সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাবলিহা চৌধুরীকে মহাসচিব করে ২৬ সদস্যের কমিটি ঘোষণা করে ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কয়েকজন স্বেচ্ছাসেবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনটির প্রচার সম্পাদক মো. মানিক হোসেন রিপনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য তানযিনা আকতার, বাংলার মালালা খ্যাত নারী সমাজকর্মী ও জাতীয় যুব সংসদ বাংলাদেশের সাবেক মহাসচিব সাহিদা আক্তার স্বর্ণা ছাড়াও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সোশ্যাল এইডার ডেভলপমেন্ট অর্গানাইজেশন গত এক বছরে বাংলাদেশের বিভিন্ন জেলায় শীতবস্ত্র, বন্যার্তদের ত্রাণ সহায়তা সহ মানবতার পাশে, সমাজের উন্নয়নে, সাহসী অগ্রযাত্রায় ভূমিকা রেখে আসছেন।