রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সোনাতলায় জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের মারপিটে আহত-১, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে কয়েক জন আহত থানায় পাল্টাপাল্টি অভিযোগ। ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে। এঘটনায় মোঃ আঃ হানিফের ছেলে মোঃ সোহাগ মিয়া বাদী হয়ে ৮জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিপক্ষরা তাহাদের দাবী করে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার লক্ষ্যে আইল দেয়। উভয়পক্ষের নিরসনের লক্ষ্যে হানিফের বসতবাড়ীর উঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে শালিশ বৈঠক বসে। বৈঠক এর শেষ পর্যায়ে প্রতিপক্ষের রিপন চড়াও হয়ে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা হানিফের বড় ভাই আঃ মোমিনকে এলোপাথাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে। এছাড়াও তার জ্যাঠাতো ভাই আঃ রউফ এর বসতবাড়ীর টিনের বেড়া, গাছ পালা, ঘরেরর মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও লুটতারাজ করিয়া অনুমান-৫৫ হাজার টাকাসহ বসত ঘরে থাকা বাক্সে ভেঙ্গে ৫০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আহত মোমিন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করে।

এবিষয়ে প্রতিপক্ষের রিপন বলেন, আমার বাবা বেঁচে থাকা অবস্থায় ৩০বছর পূর্বে জমি খায়খালাসি বাবদ ১৩শত টাকা নিয়েছে তাদের কাছ থেকে। এখন তারা বলছে ২৫ হাজার টাকা । এই টাকা দেওয়ার লক্ষ্যে তাদের বসতবাড়ির উঠানে শালিশ বৈঠক বসে। সেখানে উভয়ের মধ্যে কথার কাটা কাটির একপর্যায়ে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে।

এঘটনায় থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, ওই ঘটনায় দু’পক্ষের দুটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত