শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সোনাতলায় আরাফাত রহমান কোকোর স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, সেলিম রেজা বাবলা, পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, পৌর যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ হারুনসহ অঙ্গ দলের নেতাকর্মীরা।
এসময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সোনাতলা উপজেলা শাখার সভাপতি উজ্জল হোসেন খোকনের উদ্যোগে সোনাতলা সাংস্কৃতিক সংগঠন সদস্যবৃন্দ দেশাত্মবোধক গানের তালে নৃত্য পরিবেশন করেন।
টুর্নামেন্টের ফুটবল ফাইনাল খেলায় সোনাতলা পৌরসভা বনাম পাকুল্যা ইউনিয়ন অংশগ্রহণ করেন। খেলায় ষ্টেডিয়াম মাঠের কানাই কানাই পুর্ণ ছিল। ৯০ মিনিটের খেলায় উভয় পক্ষের গোল দিতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে পৌর সভার দল বিজয়ী হয়। শেষে বিজয়ী দলের অধিনায়ক এর হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।