বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সেরা কলেজের তালিকায় কুড়িগ্রাম সরকারি কলেজ তৃতীয়

বিশ্বনাথ সরকার ,স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স RANKING এ কুড়িগ্রাম সরকারি কলেজ রংপুর বিভাগে তৃতীয় স্থানে তালিকা পেয়েছে।এ উপলক্ষে ২৯/০১/২০২৪ ইং রোজ সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এর আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। কুড়িগ্রাম সরকারি কলেজের পক্ষ থেকে উপাধ্যক্ষ প্রফেসর মো: আতউল হক খান চৌধূরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: মশিউর রহমানের নিকট থেকে সম্মাননা পত্র ও অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করেন । রংপুর অঞ্চলের সেরা কলেজগুলো হলো কারমাইকেল কলেজ রংপুর, দিনাজপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর; রংপুর সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ লালমনিরহাট, গাইবান্ধা সরকারি কলেজ,আদর্শ কলেজ দিনাজপুর,হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজ, লালমনিরহাট ও নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী।

সম্পর্কিত