বিশ্বনাথ সরকার ,স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স RANKING এ কুড়িগ্রাম সরকারি কলেজ রংপুর বিভাগে তৃতীয় স্থানে তালিকা পেয়েছে।এ উপলক্ষে ২৯/০১/২০২৪ ইং রোজ সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এর আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। কুড়িগ্রাম সরকারি কলেজের পক্ষ থেকে উপাধ্যক্ষ প্রফেসর মো: আতউল হক খান চৌধূরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: মশিউর রহমানের নিকট থেকে সম্মাননা পত্র ও অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করেন । রংপুর অঞ্চলের সেরা কলেজগুলো হলো কারমাইকেল কলেজ রংপুর, দিনাজপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর; রংপুর সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ লালমনিরহাট, গাইবান্ধা সরকারি কলেজ,আদর্শ কলেজ দিনাজপুর,হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজ, লালমনিরহাট ও নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী।