উজ্জ্বল হাসান সুনামগঞ্জ প্রতিনিধি:- করোনা ভাইরাস সংক্রমন রোধে শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
রবিবার (০৫ এপ্রিল) সুনামগঞ্জ শহরের ০৫ নং ওয়ার্ড হাজীপাড়ার বিভিন্ন দরিদ্র, অসহায় ও দিনমজুরদের মধ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মোঃ ফাহিম রহমান বলেন, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ হলো সর্ববৃহৎ পরিবেশবাদী সামাজিক সংগঠন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।সকল শ্রেণীর মানুষের দেশের এই কঠিন দুঃসময়ে দরিদ্র শ্রমজীবীদের পাশে দাড়িয়ে সহায়তা করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার
সহ-সভাপতি সাকিব রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল হাসান ইফতি,রবিউল ইসলাম রাজা ও শিমুল হাসান রাফি প্রমুখ।