উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় ‘সেনাগৌরব পদক’ (এসজিপি) পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে গেলে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। এ সময়, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্বে অটল থাকায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতের জন্যও উৎসাহ দেন সেনাপ্রধান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক ক্ষুব্ধ নারীকে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আর আহমেদ//