সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘সেনাগৌরব পদক’ পেলেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ক্যাপ্টেন আশিক

উত্তরবঙ্গের সংবাদ ডেস্ক: পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় ‘সেনাগৌরব পদক’ (এসজিপি) পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে গেলে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। এ সময়, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্বে অটল থাকায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতের জন্যও উৎসাহ দেন সেনাপ্রধান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক ক্ষুব্ধ নারীকে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আর আহমেদ//

সম্পর্কিত