বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বেরোবির স্বপ্নসিড়িঁ পাঠশালার শীতবস্ত্র বিতরণ

রুশাইদ আহমেদ: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবির) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন স্বপ্নসিড়িঁ পাঠশালার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ই মার্চ) রংপুর রেলওয়ে স্টেশনের বাবুপাড়ার লিচু বাগানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অঙ্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়ে দড়ি খেলা, বিস্কুট খেলাসহ দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় পাঠশালাটির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, স্বপ্নসিঁড়ি সংগঠনের চেয়ারম্যান ইমরান হোসেন, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও স্বেচ্ছাসেবী শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রভাষক সাইফুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্র রাকিব হোসেন বলে, আমি খুব খুশি কারণ আমি অঙ্ক প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি। আমাকে খাবার দিছে, শীতবস্ত্র দিবে। সে আরও বলে, আমি আগে লেখাপড়া করতাম না। সারাদিন খেলাধুলা করতাম। কিন্তু এখন স্বপ্নসিঁড়ি পাঠশালায় এসে পড়াশোনা করি। আমাকে (আর আলাদা) প্রাইভেট পড়তে হয়না।

স্বপ্নসিঁড়ি সংগঠনের সাধারণ সম্পাদক ফাতিহুল ইসলাম শোভন বলেন, বাচ্চাদের নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। সুবিধাবঞ্চিত শীতার্ত এসব বাচ্চাদের জন্য আমরা গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এ কার্যক্রম সম্পন্ন করলাম। আমাদের লক্ষ্য হলো স্বপ্নসিড়িঁ সংগঠন একটি প্রাতিষ্ঠানিক স্কুল হবে, যেখানে শিক্ষকেরা বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান করবেন। আমাদের মতো ওই শিক্ষার্থীরাও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিবে। তাদের স্বপ্নগুলোর বাস্তবায়ন হবে। এজন্য আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।

সম্পর্কিত