নিজস্ব প্রতিবেদকঃ১০-০৪-২০২৪ইং বুধবার কুড়িগ্রাম জেলাস্থ রাজারহাট উপজেলার উমরমজিদ ও চাকিরপাশা ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারুণ্য যুব ফাউন্ডেশনের প্রজেক্ট ঈদের খুশি এর আওতায় এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর প্রথম পর্ব সকাল ১১ ঘটিকায় নাককাটি হাট দাখিল মাদ্রাসায় এবং ২য় পর্ব বিকাল ৩ ঘটিকায় ফরকেরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্য যুব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মনিরুজ্জামান সরকার মামুন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার ফাহিম সহ কমিটির সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য যে ২০২০ সালে স্থাপিত হওয়ার পর হতে তারুণ্য যুব ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা রকম কর্মসূচী পালন করে আসছে। স্বাস্থ্যসেবা, গৃহনির্মাণ, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন, স্বেচ্ছা রক্তদান সহ নানা কর্মসূচী নিয়মিত পালন করা হয়।